আনোয়ারা প্রতিনিধি »
কক্সবাজার থেকে দেড় হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ৩ যুবক, পথে ধরা খেলেন আনোয়ারা থানা পুলিশের হাতে।
আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ১৫০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্ধা কামাল হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৩), টেকপাড়ার জসিম উদ্দিনের পুত্র আবদুল কাইয়ুম (১৯) ও পশ্চিম ব্যাইম্মা খালীর সৈয়দ আলমের পুত্র নওশা মিয়া (৩০)।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।
আনোয়ারা থানার ওসি (তদন্ত ) সৈয়দ ওমর জানান, কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্য চট্টগ্রামে নিয়ে আসার সময় গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এআই