ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

কক্সবাজার শহরের গোলদিঘীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

IMG

কক্সবাজার শহরের গোলদিঘীতে পুকুরে ডুবে এক কিশোর শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোর আমির হাসান (১২) কক্সবাজারের পাহাড়তলির বাসিন্দা হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে। সে পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, আমির হাসান অন্যান্য বন্ধুদের সঙ্গে গোলদিঘীর পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার খোঁজ না পাওয়ায় অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির হাসানের ভাই আমির আহমেদ জানান, ঘটনার কিছুক্ষণ আগে তার ভাই বাড়ির পাশে খেলা করছিল। তাকে খুঁজে না পেয়ে খুব বেশি চিন্তিত হননি, তবে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর খবর পেয়ে পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে।

আবেদনের পরও বিকেল পর্যন্ত কিশোর হাসানের মরদেহ বুঝে পায়নি পরিবার। তবে, মরদেহ বুঝে পেলেই দাফন সম্পন্ন করতে প্রস্তুতি নিয়ে আছে স্বজনরা। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ