ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান পটুয়াখালী থেকে আটক

বাগেরহাটের কচুয়া উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুকে (৩৮) পটুয়াখালীর দুমকি থেকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজি-সহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত বুধবার তিনি স্বপরিবারে কুয়াকাটায় অবস্থানকালে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষ টের পেয়ে তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকারযোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে দ্রুত আসার সময় ব্রিজের টোল না দিয়ে তিনি পালিয়ে আসেন। ঘটনাটি লেবুখালী টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকি থানায় নিয়ে আসে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন