ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

কথা কাটাকাটির জেরে ভাগনির গায়ে গরম চা,মামি আটক

আটক

বাংলাধারা ডেস্ক»

কথা কাটাকাটির জেরে ভাগনির গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগে মামী লিপি আক্তার নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিপি আক্তার লক্ষ্মীপুর পৌরসভা এলাকার আবুধাবি প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় পৌরসভা এলাকার লামচরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে মামি লিপি আক্তারকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী কলেজছাত্রীর নাম মাইশা আলম প্রীতি। তিনি লামচরী এলাকার আবুধাবি প্রবাসী খোরশেদ আলমের মেয়ে। অভিযুক্ত লিপি আক্তারও একই এলাকার আবুধাবি প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রীতির মা রোমানা আক্তার গোসলের জন্য পানি গরম করতে যান। এ সময় গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিপি আক্তার বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পাশেই দাঁড়িয়ে ছিল প্রীতি। একপর্যায়ে হাতে থাকা ফুটন্ত গরম চা প্রীতির মুখ ও ঘাড়ে ঢেলে দেন লিপি। এতে তার মুখ ও ঘাড় ঝলসে যায়। পরে তাঁকে সদর হাসপাতালের নেওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘ওই কলেজছাত্রীর মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ গরম পানিতে ঝলসে গেছে। তাঁকে বর্তমানে বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘অভিযুক্ত লিপি আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা নিয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ