বাংলাধারা ডেস্ক »
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় স্নেহা নামের দুই বছরের এক কন্যাশিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুটির মা শামীমা আক্তারকে আটক করেছে। তবে আটক শামীমার স্বামী মামুন অর রশিদ দাবি করেছেন, তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ।
সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোনাতনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী জানান, আজ সকালে বাড়ির সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় শামীমা তার ছোট মেয়ে স্নেহাকে দোতলা বাড়ির ছাদে রান্নাঘরে নিয়ে যায় এবং গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আসাদুজ্জামান।
বাংলাধারা/এফএস/এমআর