ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

কবিতা নিকেতনের ‘৮ম আড্ডার কবি’ জিন্নাহ চৌধুরী

বাংলাধারা প্রতিবেদন »

কবিতা নিকেতনে ৩৪ তম পর্বের আড্ডার কবি হিসেবে চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক কবি জিন্নাহ চৌধুরীকে ৮ম আড্ডার কবি সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৬ টায় অনুষ্ঠিত হলো কবিতা নিকেতনের ৩৪ তম আড্ডার আসর। এবারের অনুষ্ঠান একজন আড্ডার কবিকে ঘিরে উদযাপিত হয়েছে। আড্ডার আসরে আট তম কবি হিসেবে জিন্নাহ চৌধুরী সংবর্ধিত হয়েছেন।

কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কবি জিন্নাহ চৌধুরীকে নিয়ে   আলোচনা করেন প্রধান আলোচক সাইফুদ্দিন শাহীন। কবির কয়েকটি স্বরচিত  কবিতা আবৃত্তি করেন।

আড্ডার কবিকে নিবেদন করে বক্তব্য প্রদান ও কবিতা পাঠ করেন সাইরাস চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, ইকবাল আলম, মজুমদার শাহীন, শাহ আলম, ওয়াদুদ ভূইয়া, আবু সাঈদ লিটন, পৃথ্বীরাজ, জহির উদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন নাজিম ও সালাম ফরায়েজী।

অনুষ্ঠানে কবিপত্নী মিসেস হীরা সহ ফেনীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন