ksrm-ads

১০ নভেম্বর ২০২৪

ksrm-ads

🔻 বাজার দরের চেয়ে ২০-৪০ টাকা কম

কমছে নিত্যপণ্যের দাম

🔺 চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রচেষ্টা

সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য নগরীর কর্ণফুলী মার্কেট, বক্সিরহাট, পাহাড়তলীসহ ৭ টি স্পটে একসঙ্গে চালু হয়েছে ‘সেলস সেন্টার’। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নগরীর রিয়াজুদ্দিন বাজারে সেলস সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খনম।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদা খনম বলেন, ‘আমরা ৬টি স্পটে কম দামে পণ্য বিক্রি করার জন্য সেলস সেন্টার করেছি। যেখানে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য তেল, পেঁয়াজ, পেঁপে ডিম সবকিছুই কম দামে পাওয়া যাবে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় এই পণ্য বিক্রিতে সহযোগিতায় থাকবে ক্যাব, ছাত্র প্রতিনিধিসহ নানা সংস্থা। যার প্রভাবে বাজারেও কমবে পণ্যের দাম। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মোটামুটি স্বস্তি ফিরেবে বলে মনে করেন তিনি।
তেল, পেঁয়াজ ও ডিম ভোক্তার হাতে তুলে দিয়ে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সেলস সেন্টার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। যেখান লাউ ও পেঁপে ২০ টাকা, ডজন ডিন ১৩০ টাকা, পটল ৪০ টাকা পেঁয়াজ ৯৫ টাকা। যা বাজার দরের চেয়ে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম।

ছাত্র প্রতিনিধি জোবায়ের আহমেদ বলেন, ‘মানুষের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি। যেন মানুষকে কষ্ট থেকে রেহাই দেওয়া যায়। আমরাও নানা স্পটে বিক্রি করছি ট্রাকে ট্রাকে।
ক্রেতা হামিদুল ইসলাম বলেন, ‘এখানে বাজার মূল্যের চেয়ে কম দামে সবকিছু পাওয়া যায়। তাই এখান থেকে কিনতে এসেছি।’
সরকারি-বেসরকারি নানা সংস্থা বাজারে সুলভমূল্যে বিক্রির কারণে দাম নিম্নমুখী। বাজার দরের চেয়ে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের পণ্য। যার প্রভাবে বাজারেও কমছে দাম।
নগরীর চকবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনছেন সাধারণ মানুষ। বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর। যেখানে পেঁয়াজ ৭০, আলু ৩০ আর ডিম ডজন ১৩০ টাকা। এছাড়া নগরীর বহদ্দারহাট ও দুই নম্বর গেইটসহ নানা জায়গায় ট্রাকে করে কম দামে সবজি ও নিত্যপ্রয়োনীয় পণ্য বিক্রি করছেন ছাত্র প্রতিনিধিরা।

বাংলাধারা/চট্টগ্রাম

আরও পড়ুন