বাংলাধারা ডেস্ক »
নারী সাফ চ্যাম্পিয়নশীপ জয় করে পুরো দেশকে আনন্দে মাতিয়েছেন সাবিনা-কৃষ্ণারা। সেই আনন্দের রেশ এখনও কাটেনি। গতকালই দেশে ফিরেছে সাফ জয়ী নারী দল।
এদিকে আজ (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে গোলটি করেছেন রাকিব হোসেন।
কম্বোডিয়ার মরোডোক জাতীয় স্টেডিয়ামে ২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় জামাল ভূঁইয়া বাহিনী। এ সময় ডান প্রান্ত থেকে মতিন মিয়ার পাস ধরে আড়াআড়ি শটে বল জালে পাঠান রাকিব।
আক্রমণ-প্রতিআক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। দুই দলই লড়াই করছে সমান তালে। ম্যাচে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রথম সুযোগটি তৈরি করে ত্রয়োদশ মিনিটে। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ভূঁইয়া পা ছোয়ালে তা পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায়। মতিন মিয়ার পাস থেকে ডান পায়ের গ্রাউন্ডেড শর্টে দলকে এগিয়ে নেন রাকিব।
প্রথমার্ধ শেষে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে এখনো জয়ে দেখা মেলেনি কোচ হ্যাভিয়ের কাবরেরার। প্রথমার্ধ শেষে হয়তো প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই কোচও।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ এর আগে মোট ৪ ম্যাচে মুখোমুখি হয়েছিল। যেখানে জামালদের ৩ জয়ের বিপরীতে একটিও হার নেই। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। ২০০৭ সালে পরের বারে দেখায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। পরের দুটি ম্যাচই লাল সবুজরা জিতে ১-০ গোলের ব্যবধানে।