ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

করোনাকালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে

শাহ আব্দুল্লাহ আল রাহাত  »

করোনা ভাইরাসের কোনো প্রভাব পড়ছে না চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। দ্রুততম সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডেলিং হওয়ায় বন্দরের সক্ষমতা প্রতিয়মান হচ্ছে, বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। এক অর্থবছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে প্রায় ৯৩ হাজার টিইইউএস কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করা হয়েছে।

বিগত ২০২০-২১ অর্থবছরে দেশের প্রধান এই সমুদ্র বন্দর ৩০ লাখ ৯৭হাজার ২৩৬টিইইউএস কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করেছে। যার মধ্যে আমদানি পণ্যের কন্টেইনার ১৬ লাখ ৫৮ হাজার ৩৩০ এবং রপ্তানি কন্টেইনার ১৪ লাখ ৩৮ হাজার ৯০৬ টিইইউএস। এতে বন্দরের প্রবৃদ্ধি দাড়িঁয়েছে ১১ দশমিক ৯৮ শতাংশে।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা ছিল আমদানি ও রপ্তানিসহ ৩০লাখ ৪ হাজার ১৪২ টিইইউএস। ২০১৯- ২০২০ অর্থ বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করা হয়েছে ৯৩ হাজার ৯৪ টিইইউএস। কিন্তু এর আগের অর্থ বছর গুলোতে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা আরো কম হয়েছিলো। কেননা ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল ২৯ লাখ ১৯ হাজার ২৩ টিইইউএস । ২০১৯-২০ অর্থবছরে এই সংখ্যা দাঁড়ায় ৩০লাখ ৪ হাজার ১৪২এ । এক অর্থবছরের ব্যবধানে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ কমে গিয়ে হয় ৮৫ হাজার ১১৯।

২০১৯-২০২০ অর্থ বছরের শেষ সময়ে তথা করোনার শুরুতে বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং সংখ্যা কমলেও পরে বেড়ে দাড়িঁয়েছে হাজার পরিমাণে।

বিশ্বের ৫৮ তম এই সমুদ্র বন্দরের ইতিহাসে কন্টেইনার হ্যান্ডেলিং এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জাহাজও এসেছে অনেক বেশী। ২০২০-২১ অর্থবছরে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় চট্টগ্রাম বন্দরে ২৯৮টি জাহাজ বেশি এসেছে। ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে ৪০৬২টি। ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ৩৭৬৪টি।

এই বিষয়ে চট্টগ্রাম বন্দরে কতৃপক্ষের সচি্ব ও মুখপাত্র ওমর ফারুক বাংলাধারাকে জানান, করোনাকালীন সময়ে সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা চট্টগ্রাম বন্দর কার্যক্রমে সচল ছিলো। ফলে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। তিনি আরো জানান, অফডফ, পিং এজেন্ট, শুল্ক বিভাগ, ফ্রেইট ফরোয়ার্ডার এসোসিয়েশন, আমদানিকারক, রপ্তানিকারকদের এই হ্যান্ডেলিং এ গুরুত্বর্পূণ ভূমিকা রয়েছে।

পিং এজেন্ট, অফডক, শুল্ক বিভাগ, ফ্রেইট ফরোয়ার্ডার এসোসিয়েশন, আমদানিকারক, রপ্তানিকারক সহ সকল প্রতিষ্ঠান বন্দর এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন