ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

করোনামুক্তির বন্দনায় কণ্ঠশিল্পী পরানের ‘প্রভু তুমি শেষ ঠিকানা’

বাংলাধারা বিনোদন »

মহামারি করোনাভাইরাসের আতঙ্কে অস্থিরতা বিরাজ করছে সর্বস্তরের মানুষের মধ্যে। এমন সংকটাপন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া কোন পন্থা নেই আজ। তিনিই একমাত্র শেষ ঠিকানা। আর এই শেষ ঠিকানাতেই কথা ও সুর দিয়ে গান বেধেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী পরান আহসান।

শুক্রবার (২৭ মার্চ) প্রকাশ পেয়েছে এ কন্ঠশিল্পীর নতুন গান ‘প্রভু তুমি শেষ ঠিকানা’।

গানটি প্রকাশিত হয়েছে ‘পরান আহসান মিউজিক’ থেকে। গানের কথা লিখেছেন পরান আহসান ও মিউজিক করেছেন রোজেন রহমান।

গানটি সম্পর্কে কন্ঠশিল্পী পরান বাংলাধারাকে বলেন, করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্বের অবস্থা এখন চরম সংকটে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এ মহামারি থেকে মুক্তি দিক। প্রভু তুমি শেষ ঠিকানা গানটিতে মুলত আল্লাহ্‌’র কাছে সবকিছুর জন্য সাহায্য চাওয়া হয়েছে। তিনিই আমাদের শেষ ঠিকানা এ কথাটিই তুলে ধরা হয়েছে। এটি একটি ইসলামিক গান। আশা করি সবার ভাল লাগবে।

উল্লেখ্য, বর্তমান সময়ের তরুণ ও জনপ্রিয় কন্ঠশিল্পী পরান আহসান। ইথুন বাবুর হাত ধরেই গানের জগতে আগমন তার। ইথুন বাবু ফিচারিং ‘পরান’ দিয়ে পথ চলা শুরু যা চলছে আজ অব্দি।

গানটি দেখতে নিচের লিংক এ প্রবেশ করুন – https://youtu.be/yT0GzN3Tpy0

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন