ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

করোনার কারণে অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক »

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।

আসন্ন মার্চে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে আপাতত সেই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে রয়েছে নতুন ধরনের করোনাভাইরাসও। ফলে । এমনটাই ।

বোর্ডটির প্রধান নির্বাহী জানিয়েছেন, ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ ক্রিকেট অস্ট্রেলিয়াও।

তিনি আরও বলেন, “সিরিজটি মাঠে গড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যথেষ্ট শ্রম দিয়েছে। আমরা তাদের এই চেষ্টাতে সাধুবাদ জানাই। শুধু তাই নয় সিরিজের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ও করতে চাওয়ার ব্যাপারটিকেও আমরা সাধুবাদ জানাই। সিরিজটি স্থগিত হওয়ায় তাদের মতো আমরাও হতাশ।”

করোনাভাইরাসের হানার পর এই নিয়ে দ্বিতীয়বার কোন সফর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে সিরিজগুলো স্থগিত করলেও ভবিষ্যতে ঠিক কবে অনুষ্ঠিত হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে সিরিজটি স্থগিত হওয়ায় প্রথম দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আসন্ন ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন