বাংলাধারা ডেস্ক »
বৃটেনের রাজকুমার প্রিন্স চার্লস প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তিনি স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। বৃটিশ রাজপরিবারে এটি করোনাভাইরাসের প্রথম আঘাত।
বুধবার (২৫ মার্চ) সকালের দিকে রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগেও বৃটেনে অনেকের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। তবে এবার করোনার থাবা খোদ রাজ পরিবারে। রাজ পরিবারের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ৭১ বছর বয়সী চার্লসের খুব সামান্য কিছু লক্ষণ দেখা গিয়েছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা ভালো।
তার স্ত্রী ক্যামিলাকেও পরীক্ষা করা হয়েছে। তবে তার শরীরে কোনও সংক্রমণ ধরা পড়েনি। যদিও তারা দু’জনেই এখন বারমোলে আইসোলেশনে রয়েছেন। কিভাবে এই সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। কারণ কাজের সূত্রে বহু মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় প্রিন্স চার্লসকে।
খবর. ডেইলি মেইল
বাংলাধারা/এফএস/টিএম