ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

করোনা আক্রান্তদের বেতনের অর্ধেক দিলেন ক্রিকেটাররা

বাংলাধারা ডেস্ক »  

প্রাণঘাতী করোনাভাইসের প্রাদুর্ভাবে দেশব্যাপী নেমে এসেছে স্থবিরতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিপণন কেন্দ্রগুলোও। জরুরী প্রয়োজনের অংশ হিসেবে কেবল খোলা রাখা হয়েছে মুদি দোকান ও ফার্মেসি। উদ্ভূত পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি জানান, ‘করোনাভাইরাস মোকাবিলায় ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দিচ্ছেন। শুধু তারাই নয় এর বাইরে অনেক ক্রিকেটারই টাকা দিতে ইচ্ছুক।’

অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এটা জাতীয় দুর্যোগ। এ দুর্যোগ মোকাবিলা সরকারের কিংবা কারো একার দায়িত্ব নয়। এ দায়িত্ব আমাদের সবার। সেই চিন্তা থেকে আমরা ক্রিকেটাররা একটি পদক্ষেপ নিয়েছি। অধিনায়ক হিসেবে আমি ভীষণ গর্বিত যে এ উদ্যোগে দলের সবাই সমান আবেগ নিয়ে অংশগ্রহণ করেছে।’

উল্লেখ্য, করোনা ইস্যুতে সবমিলিয়ে মোট ২৭ জন ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। টাকার এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ। তবে কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ