ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

করোনা কেড়ে নিল কলেজ শিক্ষক নুরুল আলমের প্রাণ

কক্সবাজার প্রতিনিধি »

প্রায় নিয়ন্ত্রিত হয়ে আসা করোনার থাবায় হেরে গিয়ে অসময়ে পরপারের বাসিন্দা হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু (৫২)।

রোববার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী অধ্যাপক জিকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অধ্যাপক নুরুল আলম জিকু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুল পাড়ার বাসিন্দা মরহুম হাজি নজু মিয়ার সপ্তম ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছরা এলাকায় স্বপরিবারে বাস করছেন। তিনি ডুলাহাজারা কলেজে স্থায়ী শিক্ষকতার পাশাপাশি ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ, আলমাছিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্যের অতিথি শিক্ষক হিসেবে পড়াতেন। তার বড় সন্তান নাবিহা চট্টগ্রাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে এবং ছেলে নাবিদ হাসান কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

অধ্যাপক নুরুল আলম জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশনের ভর্তি করানো হয়। ৩০ সেপ্টেম্বর করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

আজ সোমবার (৫ অক্টোবর) বাদে জোহর মেদা কচ্ছপিয়া স্কুল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক জিকুর নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তার মৃত্যুতে খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপার বশির আহমদ, খুটাখালী তমিজিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের কর্মকর্তা ইমাম খাইর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর প্রমুখ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ