ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ২৮৫, মোট ছাড়াল ২৮ হাজার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮৫ জন। এদের মধ্যে ২৫২ জন নগরের ও ৩৩ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৫ জন; এর মধ্যে ২৩৯ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ১১২ জনের মধ্যে ২১ হাজার ৫২৪ জন নগরের ও ৬ হাজার ৫৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের ও সিভাসুতে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, শেভরণে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ