ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৫৯ জন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের দেহে। এসময় কেউ মারা যায়নি। নতুন আক্রান্তদের মধ্যে ১৫১ জন নগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ২৮ জনে। মোট ১ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জন ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

একইসময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনার অস্তিত্ব মেলেনি।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন