১২ জুলাই ২০২৫

করোনা জয়ী কনস্টেবল অরুণকে অভিনন্দন জানালেন সিএমপি কমিশনার

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা যুদ্ধে জয়ী হওয়ায় এক পুলিশ সদস্যসহ ২ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা দু’জনই বর্তমানে সুস্থ রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরার পর তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

রোববার (৩ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।

ছাড়পত্র পাওয়া রোগীরা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল অরুণ চাকমা এবং পটিয়া উপজেলার বাসিন্দা জেসমিন আক্তার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, করোনা থেকে সুস্থ হয়ে চট্টগ্রামে এক পুলিশ সদস্য সহ দুই জন বাড়ি ফিরেছেন। তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে সুস্থ হয়ে ফেরার পর সিএমপির কনস্টেবল অরুন চাকমাকে অভিনন্দন জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন