ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি অনুদান এডিবি’র

বাংলাধারা ডেস্ক »  

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে তিন লাখ ডলার (দুই কোটি ৫৮ লাখ টাকা) অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মাস্ক-অ্যাপ্রোনসহ মেডিক্যাল সরঞ্জাম কেনাকাটা করা হবে এডিবির এই অনুদানে।

শুক্রবার (২৭ মার্চ) এডিবি বোর্ড এই অনুমোদন দেয়। পরে শনিবার (২৮ মার্চ) এডিবির ঢাকা অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন এডিবির টিম লিডার (বহিঃসম্পর্ক বিভাগ) গোবিন্দ বার।

করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় এই অনুদান খরচ করা হবে। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদশি মুদ্রায় এই অনুদানের পরিমাণ প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকা।

অনুদানটি স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহত সরঞ্জাম বিশেষ করে মাস্ক, মেডিক্যাল গ্লাভস, অ্যাপ্রোন, থার্মোমিটার, সেফটি গগলস ও বায়োহ্যাজার্ড ব্যাগ কেনায় ব্যবহার করা হবে।

এর আগে এসবের একটি তালিকা ও চাহিদ এডিবি অফিসে পাঠিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব সরঞ্জাম দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সহায়ক হবে বলে মনে করে এডিবি।

এ প্রসঙ্গে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশ সরকার করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তা দেওয়ার জন্য এডিবিকে অনুরোধ করেছে। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন