১৫ জুলাই ২০২৫

করোনা মোকাবেলায় ইঞ্জিনিয়ার মোশাররফের সাথে মিরসরাই আ.লীগের বৈঠক

বাংলাধারা প্রতিবেদন »

করোনা পরিস্থিতি নিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সাথে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকালে নগরীর নন্দনকাননস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র বাসভবনে উপজেলা আওয়ামী লীগ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতি নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র বাসভবনে আয়োজিত এ বৈঠকে মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র এপিএস ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে দলীয় উদ্যোগে পরিচালিত ত্রাণ সহায়তার সার্বিক অবস্থা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে অবহিত করেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলাব্যাপী ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক যে সাংগঠনিক কর্মসূচি পরিচালিত হচ্ছে তারও বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ উপজেলার কোন অসহায়, দুস্থ, মধ্যবিত্ত পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিক বিশেষ নজর দেয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন এবং বৈঠকে আগামী ২০ রমজান তাঁর ব্যক্তিগত উদ্যোগে ২য় দফা ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়।

এসময় তিনি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা সৃষ্টির জন্য নেতৃবৃন্দকে কাজ করার তাগিদ দেন।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র ব্যক্তিগত উদ্যোগে ১২০০০ পরিবারের জন্য গৃহীত ত্রাণের মধ্যে ১ম দফায় ৬০০০ পরিবারের মাঝে গত ২২ এপ্রিল বিতরণ করেন তাঁর পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন