ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

কর্ণফুলীতে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতা হলেন- শফি আলম (৪০)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি এলাকার শফি আলমের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শফি আলম চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ইয়াছিন চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, শফি আলমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে। তাকে নগরীর চাদগাঁও থানায় সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন