কর্ণফুলী প্রতিনিধি »
কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুই আসামি’কে ১৬০টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২০জুন রাতে) তাদের গ্রেপতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বড়ুয়া। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. ফরিদ প্রকাশ লাইল্যা (২৫) পিতা নুরুল ইসলাম প্রকাশ বড় মিয়া ও জান্নাতুল ফেরদৌস জান্নাত প্রকাশ ঝর্না (২৭) পিতা মো. ইসহাক। সর্ম্পকে দু’আসামি হলেন চাচাতো ভাই বোন। তাদের বাড়ি একই উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ৩নং ওর্য়াডের নাজির আলী সেরাং বাড়ি।
শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ পরিদশর্ক (এসআই) সুজন বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় ২টি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। গত কয়েক মাস ধরে চিহ্নিত এই মাদক কারবারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের বাড়ির সামনে থেকে ফরিদের হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ও জান্নাতের কাছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর