ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

কর্ণফুলীতে ইসলামী ব্যাংকের আউটলেট ও এটিএম বুথ উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা কর্ণফুলীতে ইসলামী ব্যাংকের আউটলেট ও এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গত ৭ ডিসেম্বর দুপুরে কর্ণফুলী উপজেলার ফকিরনির হাটে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক চটগ্রাম জোনাল হেড ও ইভিপি মো.ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা।

বিশেষ বক্তা ছিলেন ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক মো জিয়াউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী।

এই সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক খাতনগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, চাক্তাই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোহেল আরমান, আনোয়ারা শাখার অপারেশন ম্যানেজার মো. আরাফাত হোসাইন সুজন, সিনিয়র অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. শেফায়েত হোসেন, এডিপি ইনচার্জ মো. মনির উদ্দিন, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান রফিকউল্লাহ, ওসমান মেম্বার প্রমুখ।

অথিতিরা বলেন, বাললাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক ব্যাপক অবদান রেখে চলেছেন। ইসলামী ব্যাংক বেকার যুবকদের চোখে একটি স্বপ্ন। দেশের গণ্ডি পেরিয়ে ইসলামী ব্যাংক আজকে বিদেশেও সমাদৃত। করোনাকালে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা পালন করেছে। উন্নত সেবা দানের মাধ্যমে ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাসের ঠিকানায় পরিণত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন