আনোয়ারা প্রতিনিধি »
কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ইউনিয়নের মিয়ারহাট গ্রামের তালিমুল হক মাদ্রাসা মাঠে বড়উঠান ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এতে ইউনিয়নের ২টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।
বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান খাঁনের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সহ-সভাপতি এসএম হোসাইন, সেলিম উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, প্রচার সম্পাদক ওসমান গনি।
উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাজ্জাদ আলী খান মিঠু সম্মেলনের উদ্বোধন করেন।
এতে অন্যদের মধ্যে তথ্য ও গবেষণা সম্পাদক এসএম রফিকউল্লাহ, মামুনুর রশীদ তালুকদার, শহীদ উল্লাহ মিয়া ছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আলোচনা সভা হলেও কমিটি ঘোষণা দেয়া হয়নি। আগ্রহী পদপ্রার্থীদের দুই দিনের সময় দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, মাত্র তিনাদিনের নোটিশে এরকম একটা সম্মেলন উপহার দেয়ায় আমি বড়উঠান ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই। ওয়ার্ড হচ্ছে সংগঠনের ফাউন্ডেশন। এটা ঠিক না থাকলে সংগঠন নড়বড়ে হয়ে যায়।