বাংলাধারা প্রতিবেদন »
কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নে গণধর্ষণের অভিযোগে ৫ যুবককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল থেকে শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চরলক্ষ্যার নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াছ (৩২), জুলধার মো. ইউনুচের ছেলে জনাব আলী প্রকাশ চঙ্কু (৩০), পশ্চিম চরলক্ষ্যার আবুল কালামের ছেলে ইউনুছ (২৫), চরলক্ষ্যার মো. নুরুজ্জামানের ছেলে কামাল উদ্দীন (২৮), চরলক্ষ্যার মো. ইয়াকুবের ছেলে মো. সেকান্দর (৩৩)।
কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ ( ওসি ) আলমগীর মাহমুদ বলেন, বুধবার (১২ জুন) রাত ১০টার দিকে এক কিশোরীকে ফুসলিয়ে জুলধার শুক্কুর ব্রিক ফিল্ডের পরিত্যক্ত ঘরে নিয়ে বখাটেরা রাতভর ধর্ষণ করে। পরেরদিন সকালে তাকে ছেড়ে দেয়া হয়। তিনি আরও বলেন, গণধর্ষণের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (১৪ জুন) ভোর পর্যন্ত নেতৃত্বে টানা অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি