ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

কর্ণফুলীতে বন্যাহাতির আক্রমনে শিশুর মৃত্যু লাশ নিয়ে সড়ক অবরোধ

কর্ণফুলীর হাতির আক্রমণের শিশুর মৃত্যুতে লাশ নিয়ে সকাল ৬টা থেকে পিএবি সড়কে হাতি অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করতেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।এতে দীর্ঘ যানজট,ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

দিবাগত রাত শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে তিনমাসের শিশু মারা গেছে।আমার স্ত্রীও গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার সকাল ৭টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে যান চলাচল।যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা।

বিক্ষোভকারীদের জানান,একের পর এক হাতির আক্রমণে মানুষের মৃত্যু হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেনা দেখে আমরা পথে নামতে বাধ্য হলাম। হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয়। ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন না। প্রশাসন,বনবিভাগ ও কেপিজেডের কর্মকর্তাদের এখানে এসে হাতি নিরসনের সমাধান দিয়ে যেতে হবে।যদি বিক্ষোভ স্থানে প্রশাসন এসে হাতি নিরসনের সমাধান না দেয় তাহলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এতে তৎক্ষণাৎ প্রশাসনের পক্ষ থেকে জামতলা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল গফুর এবং কর্ণফুলী থানার ওসি তদন্ত শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনাস্থলে আসলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

অবরোধের বিষয়ে কর্ণফুলী থানার ওসি তদন্ত শাফিউল ইসলাম বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুন