রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জগদিশ (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জগদিশকে উদ্ধারে কাজ করছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম।
বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে নিজে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জগদিশ রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের বাচাশাহ নগর মহত্তরখীল পাড়া গ্রামের মৃত শংসিদ্ধ দাশের ছেলে।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান জগদীশ দাস নামের এক জেলে। দুপুর সোয়া ১ টার সময় উপজেলার হযরত কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় নদীর মাঝ বরাবর গেলে বাতাশ ও পানির ঘূর্ণির চক্রে পড়ে জেলে নদীতে ডুবে যায়।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাহেদুল রহমান বলেন, দুপুর সোয়া ১টার সময় এক জেলে নদীতে ডুবে যায়। আমাদের দুপুর ৩ টার সময় সংবাদ দেয়া হয়। তাৎক্ষণিক আমাদের একটি দল ঘটনাস্থলে যায় এবং আমাদের ডুবুরি দলের কাপ্তাই একটি অভিযান থাকায় উদ্ধার কাজ পরিচালনা করতে পারেনি। কাপ্তাইয়ের অভিযান শেষ হলে এখানে অভিযান পরিচালনা করা হবে। তবে আমরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম এবং ওই সময়ে জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জেলে নিখোঁজ