ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

কর্ণফুলীতে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি »

কর্ণফুলীর খোয়াজনগরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজমিস্ত্রির নাম মো: সাজ্জাদ হোসেন (৪১)।

বুধবার (২৬ জুন) সকাল ৯টায় উপজেলার খোয়াজনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজমিস্ত্রি মো.সাজ্জাদের গ্রামের বাড়ি পটিয়া হলেও দীর্ঘদিন তিনি খোয়াজনগরে রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সাজ্জাদ-নাসরিন দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রী নাসরিন আক্তার নিহতের বড় ভাইয়ের বাসায় চলে যায়। ভোর রাতে মেয়ে আফরিন ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের আঁড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় পিতাকে ঝুলতে দেখতে পেয়ে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার এসআই কার্তিক জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন