বাংলাধারা প্রতিবেদন »
দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সম্মেলন পরবর্তী কাউন্সিলে বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীকে সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ফকিরনীর হাট রাস্তার মাথায় সম্মেলনস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন এমপি।
ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
হায়দার আলী রনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এম পি, জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিস আলম, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব প্রমুখ।
সম্মেলনে আলোচনা সভা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।