ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি

কর্ণফুলী আ. লীগে দুই ধারায় বিভক্ত নেতারা

দুই

দুই বলয়ে বিভক্ত কর্ণফুলী আওয়ামী লীগ। দৃশ্যমান ফাটলেই জেগে ওঠেছে দুই বলয়। চট্টগ্রাম ১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সাবেক ভূমিমন্ত্রী হওয়া এবং নতুন মন্ত্রী সভায় অর্থপ্রতিমন্ত্রী হিসেবে ওয়াসিকা আয়শা খান এমপি জায়গা করে নেবার পর থেকেই কর্ণফুলীতে দলীয় বিভেদ বাড়ে।

এক বলয়ে সাবেক ভূমিমন্ত্রী অন্য বলয়ে অর্থপ্রতিমন্ত্রী। দুই বলয়ের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কর্ণফুলীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন।

 

রোববার (১৭ মার্চ) বিকেলে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় জাবেদ এমপির অনুসারি ও অপরপক্ষ শিকলবাহার কর্ণফুলী গার্ডেন কমিউনিটি সেন্টারের পাশের খোলা মাঠে কর্মসূচি দেন।

এতে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা দু’পক্ষে বিভক্ত হয়ে বক্তব্য রাখেন। যদিও পাল্টাপাল্টি এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করেছিলেন দলের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন।

জানা যায়, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পৃথক দুটি দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগের নেতারা ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দুই বলয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে।

কর্ণফুলীকে অতীতেও দুই ধারার নেতা-অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব ও কোন্দলের নজির ছিলো। এরপরও কখনো নিস্তেজ হয়নি উপজেলা আওয়ামী লীগ। তবে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি বা কোনো দল আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগ নিতে পারেনি। তবে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে নেতৃত্ব নিয়ে দুই ধারার অনুসারীদের মধ্যে এখন ফেসবুক জুড়েও ঠান্ডা যুদ্ধ চলছে।

এই পাল্টাপাল্টি কর্মসূচি কী ইঙ্গিত দিচ্ছেন সেটা দেখায় অপেক্ষায় রয়েছেন অনেক নেতাকর্মীরা। কর্ণফুলী আওয়ামী লীগে দুটি বলয় সৃষ্টি হয়েছে। দু’পক্ষই দলীয় সমঝোতা বিনষ্টের জন্য পরস্পরকে দুষছে। দিচ্ছেন একে অপরকে নানা হুঁশিয়ারও।

এক পক্ষের কর্মসূচিতে নেতৃত্বে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকসহ অসংখ্য নেতাকর্মী।

অপর পক্ষে ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন ছাবের আহমেদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ তৃণমূলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দু’পক্ষের নেতারাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্ত করেন।

আরও পড়ুন