ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

কর্ণফুলী জুটমিলে আগুন, পুড়ল ৩০ লাখ টাকার পাট

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা নোয়াগাঁও এলাকায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কর্ণফুলী জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ লাখ টাকার পাট আগুনে পুড়ে গেছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ইউনিটেক্স জুট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পরিচালিত কর্ণফুলী জুটমিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী পাটকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে পাটকলে ঘষাঘষিতে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার পাট পুড়ে যায়।

কর্ণফুলী জুটমিলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান বলেন, পাটকলের যান্ত্রিক ক্রুটি থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার পাট আগুনে পুড়ে গেছে।

কর্ণফুলী জুটমিলের জেনারেল ম্যানেজার মো. রাজু বলেন, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে কিছুসংখ্যক শ্রমিক ছিলো তবে কোন হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে ১০ মন মতো পাট আগুনে পুড়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানতে পারবো।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে জুটমিলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাটকলের যান্ত্রিক ক্রুটি থেকেই আগুনের সুত্রপাত বলে ধারণা।

আরও পড়ুন