ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

কর্ণফুলী নদীতে ডুবল সারবোঝাই লাইটার জাহাজ ‘মাকসুদা-২’

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘মাকসুদা-২’ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জাহাজে থাকা ১২ নাবিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক প্রহরী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বন্দরের বহির্নোঙর সার লোড থেকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এসে হঠাৎ ডুবে যেতে থাকে জাহাজটি। এতে জাহাজে থাকা ১২ নাবিক সাঁতার কেটে পার্শ্ববর্তী বোটে উঠে যায়। তবে আমদানিকারক প্রতিষ্ঠানের একজন খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্য বোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে জাহাজটি। জাহাজটি কিসের জাহাজ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে কালো রঙের জিনিস ছিলো জাহাজে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিল চালিত একটা বোটে উঠে যায় এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছে।

আরও পড়ুন