ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

কর্ণফুলী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর সিরাজুল আরেফিন আকিব (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ও স্থানীয়রা আকিবের মরদেহ কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে।

এর আগে, গত বুধবার (১৭ মে) বেলা ১টায় একই স্থানে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায়  কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌ বাহিনী ডুবুরি দল,  পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল, সেখানে তার মরদেহ ভেসে উঠে। এদিকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, নিহত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে (পিডিবি) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স-এ অধ্যয়নরত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ