ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

কর্ণেলহাটে গাড়ির গ্যারেজে আগুন, এক ডজন বাস ভস্মীভূত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাটের সিডিএ ১ নম্বর এলাকায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক ডজন বাস ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে সিডিএ ১ নম্বর রোডের ওই গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, বাগদাদ এক্সপ্রেস নামের একটি পরিবহনের ডিপো ছিল এটি। এখানে ১২টি বড় বাস রাখা হয়েছিল মূলত রক্ষণাবেক্ষণের জন্য।

আগুন নিয়ন্ত্রণে আনতে দুপুর থেকে ফায়ার সার্ভিসের ৫টি টিম কাজ কররেছে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ডিপোতে রাখা ১২টি বাসের মধ্যে ১১টিই পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেছে।

তবে এখনও পর্যন্ত ঠিক কি কারণে আগুণের সূত্রপাত হয়েছে সেটা জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা ঠিক করে কেউ বলতে না পারলেও একটি স্যাটেলাইট টিভি সূত্রে জানা যায়, এখানে রাখা ১২টি বাসের মধ্যে কয়েকটি বাস, যেগুলোর প্রতিটির মূল্য আনুমানিক ৩-৫ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশু দাস জানান, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি অগ্নি নির্বাপক গাড়ি কাজ করেছে। কিভাবে গ্যারেজে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে খুব শিগগির জানা যাবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন