চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
এতে চেয়ার প্রতীকে ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. ওসমান হোসেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবদুল হালিম ছাতা প্রতীকে ৩৩ ভোট পেয়ে পরাজিত হন। বই প্রতীকে ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এম বাহা উদ্দীন বাহার ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহাঙ্গীর আলম প্রজাপতি প্রতীকে ৪৭ ভোট পেয়ে পরাজিত হন।
অন্যান্যদের মধ্যে নির্বাচিত হন মোটরসাইকেল প্রতীকে ৬৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন মো: নাছির। আবদুল লতিফ ৪৭ভোট পেয়ে হারিকেন প্রতীকে অর্থ সম্পাদক নির্বাচিত।
এছাড়াও নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন…মো: হারুন, মো: মহিউদ্দিন, মো: শফিকুল ইসলাম মানিক,মো: টিপু,মো: ইদ্রিস,মো: মহিউদ্দিন, মো: ইউচুপ,শুক দেব নাথ।
নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেন মো: রাসেল চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো: তৈয়ব, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন নুর হামিদ।