১৫ জুলাই ২০২৫

কাউন্সিলর-ওসির নাম ভাঙ্গিয়ে সরকারি রাস্তায় অফিস বানানোর চেষ্টা পাঁচলাইশে

জিয়াউল হক ইমন»

নগরের পাঁচলাইশ থানার এক আবাসিক এলাকায় সরকারি রাস্তায় পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর ও থানার ওসির নাম ভাঙ্গিয়ে অফিস নির্মাণের অভিযোগ উঠেছে ৫ আবাসিক ভবন মালিকের বিরুদ্ধে। তবে সরকারি রাস্তা দখল করে এভাবে অফিস বানানো হলেও এ ব্যাপারে কিছুই জানেননা বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর এবং থানার ওসি।

রবিবার (৮ আগস্ট) দুপুরে আতুরার ডিপো এলাকার ‘তাহেরাবাদ আবাসিক কল্যাণ সমিতি’র ব্যানারে ওই অফিস উদ্বোধনের চেষ্টা করা হয়। পরে অভিযোগ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে কাজ বন্ধ করে দেয়।

অভিযুক্ত ওই পাঁচ ভবন মালিক হলেন – নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, সৈয়দ নুর, সোলায়মান পেয়ারু এবং তৌহিদুল ইসলাম রুবেল।

অফিস নির্মাণ কাজের শুভ উদ্বোধন লিখে তৈরি করা তাহেরাবাদ আবাসিক কল্যাণ সমিতির ওই ব্যানারে দেখা যায়, উদ্বোধক হিসেবে নাম দেয়া হয়েছে পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোবারক আলীর। প্রধান অতিথি করে নাম দেয়া হয়েছে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওই) মো. নাজিমউদ্দিন মজুমদারের।

তাহেরাবাদ আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জাবেদ বলেন, ‘পাঁচ ব্যক্তি মিলে তাহেরাবাদ আবাসিক কল্যাণ সমিতির নাম দিয়ে স্থানীয় কাউন্সিলর মোবারক আলী এবং পাঁচলাইশ থানার ওসি নাজিমউদ্দিনের নামে ব্যানার দিয়ে সিটি করপোরেশনের সরকারি রাস্তা অবৈধভাবে দখল করেছে অফিস নির্মাণ করা শুরু করছে। আমরা জানার পর কাউন্সিলরকে জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।’

সাবের আহম্মদ নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘এদের উদ্দেশ্য এখানে ঘর করে অবৈধভাবে এই জায়গা দখল করবে।’

পুলিশকে না জানিয়ে ব্যানারে নাম দিয়েছে বলে স্বীকার করেন তাহেরাবাদ আবাসিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সোলায়মান পেয়ারু। তিনি বলেন, ‘ওসি স্যারের নামটা যে দিয়েছি উনি এটা জানেন না। কথা ছিল এখানে বিট অফিস হবে। তবে, না জানিয়ে ওসি স্যারের নাম দেয়াটা উচিৎ হয়নি।’

ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, ‘মুঠোফোনে একজনের অভিযোগ পেয়ে আমি আজ সকাল বেলা যখন জেনেছি যে এটি সিটি করপোরেশনের ঢালাই করা রাস্তার মধ্যে একটি অফিস কক্ষ বানানো হচ্ছে আমি তখন ওনাদের বলেছি, আপনারা কাজ বন্ধ করেন, আমি ওই অফিস উদ্বোধনে যাব না।’

‘পরবর্তীতে তাদেরকে আমরা বারণ করেছি এবং যে অফিসটি উদ্বোধনের চেষ্টা করা হয়েছে পুলিশও সেই অফিসের কাজ বন্ধ করে দিয়েছে। সিটি করপোরেশনের রাস্তার ওপর কোন স্থাপনা নির্মাণের সু্যোগ নেই।’ বলেন কাউন্সিলর।

এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিমউদ্দিন মজুমদার বলেন, ‘আজকে শুনলাম যে এখানে প্রধান অতিথি হিসেবে আমার নাম দিয়ে ব্যানার দেয়া হয়েছে। এই ব্যানারের ব্যাপারে ওনারা আমাকে আগে কিছুই জানায়নি এবং মতামতও নেয়নি। আমি আসলে তাহেরাবাদ এলাকাটি পুরোপুরি এখনও চিনিনা।’

তিনি বলেন, ‘যদি কোথাও কোন ঘর উদ্বোধন হয় তাহলে ওসির প্রধান অতিথি হোওয়ার কোন সুযোগ নেই। ওসি তো এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্যে। এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হবে সেটা আমার বোধগম্য না।’

আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘তারা কেন ব্যানারে আমার নাম দিয়েছে সেই ব্যাখ্যা জানতে আমি তাদেরকে ডাকিয়েছি। যদি সঠিকভাবে ব্যাখ্যা দিতে না পারে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।’

আরও পড়ুন