ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

কাউন্সিলর মিন্টুর মৃত্যুতে চসিকের প্যানেল মেয়র নির্বাচন স্থগিত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ার কারণে প্যানেল মেয়র নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) প্যানেল মেয়র নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত থাকলেও কাউন্সিলরের মৃত্যুর কারণে তা হচ্ছে না।

চসিক প্যানেল মেয়র নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী হচ্ছেন। এদের মধ্যে ৭ জন সাধারণ এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর।

প্রার্থীরা হলেন- ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

স্থানীয় সরকার বিধি অনুসারে মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ১৬নং ওয়ার্ডে এখন নতুন করে কাউন্সিলর নির্বাচন হবে। কাউন্সিলর শপথ নেওয়ার পর আবার নতুন করে প্যানেল মেয়র নির্বাচনের তারিখ জানানো হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ