ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

কাউন্সিলর লিটনের প্রশংসায় পঞ্চমুখ মেয়র রেজাউল

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ড পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ওয়ার্ড কার্যালয় পরিদর্শন করেন মেয়র।

এ সময় মেয়র কাউন্সিলর আব্দুস সবুর লিটনের প্রশংসা করে বলেন, এই ওয়ার্ডের যেকোনো সমস্যা সমাধানে কাউন্সিলর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীকে একসাথে নিয়ে কাজ করে ২৫নং রামপুর ওয়ার্ডকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করেন মেয়র রেজাউল।

এদিকে চট্টগ্রামকে একটি সুন্দর ও নান্দনিক শহরে রুপান্তর করতে কাজ করে যাচ্ছেন সিটি মেয়র। তাই নগরবাসীকে একসাথে কাজ করার আহ্বান করেন তিনি। বর্তমানে চট্টগ্রাম যে সকল সমস্যা রয়েছে তা ধীরে ধীরে সমাধান করা হবে বলে জানিয়েছেন মেয়র।

আরও পড়ুন