ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

কাচালং নদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে গোসল করতে নেমে ৮ বছর বয়সী জয়ন্তী চাকমা কৃষ্ণা নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় দুর্ঘটনা ঘটে।

শনিবার ‍বেলা দুইটার সময় নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে যায় কৃষ্ণা। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও কৃষ্ণার খোঁজ পায়নি কৃষ্ণার পরিবার। পরবর্তীতে ১৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় কৃষ্ণার নিথর মরদেহ উদ্ধার করে তার পরিবার।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন। শনিবার দুপুর ২ ঘটিকায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজ এর সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। মৃত জয়ন্তী চাকমা কৃষ্ণা সাজেক গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে কৃষ্ণা চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবার সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ