বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি টাওয়ারের সামনে (সার্কিট হাউজ সীমানা সংলগ্ন) রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এই লাশটি কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান, সকালে রাস্তার পার্শ্বে মধ্যবয়সী এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে প্রাথমিক সুরতহালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ছিন্নমূল ভবঘুরে এই লোকের নাম পরিচয় জানা যায়নি।
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর