ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

কাট্টলীতে বাস চাপায় গ্রাণ গেলো পত্রিকা হকারের

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর আকবরশাহ থানার কাট্টলী এলাকায় বাসচাপায় প্রাণ গেলো মো. জাকির হোসেন (৪২) নামের এক পত্রিকা হকারের। বৃহস্পতিবার (৯ জুন) সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় কাট্টলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির আকবর শাহ থানার ইস্পাহানী সী গেইট সংলগ্ন জনতা কলোনির বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার মাইজদিতে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কাট্টলী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গের ভাইবন্ধু পরিবহনের একটি বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর বাসটি ফের চাপা দিলে জাকির হোসেনের মাথা থেতলে যায়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর গণমাধ্যমকে বলেন, কর্নেলহাট এলাকায় সকাল পৌনে সাতটার সাইকেল আরোহী মো. জাকির হোসেনকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটির চালককে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ