বাংলাধারা ডেস্ক »
বাংলাদশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “কানাডার ফেডারেল কোর্ট ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি’র শীর্ষ নেতা তারেক জিয়া, হারিছ চৌধুরী, সাবেক মন্ত্রী বাবর-পিন্টুসহ অনেকেইে এদেশের আদালতেও দণ্ডিত হয়েছে। তাই ২১শে আগস্টের গ্রেনেড হামলার দায়ে বিএনপিকে সংবিধানের ৩৮(গ) অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, এদেশে হত্যা, ক্যু, গ্রেনেড ও পেট্রোল বোমা হামলা, জঙ্গি ও রাজাকারদের মদদ দিয়ে মানুষ হত্যার রাজনীতির যে ধারা বিএনপি সৃষ্টি করেছে ও চালু রাখতে চাইছে, সেটাই এদেশে সুস্থ ধারার রাজনীতির প্রধানতম প্রতিবন্ধকতা। তথাকথিত সুশীল দুই দল দুই নেত্রী তত্তের আড়ালে যদি বিএনপি পার পেয়ে যায় তাহলে কোন দিনই এদেশের রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে না। তাই বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করা এখন সময়ের দাবী।”
তিনি বুধবার (২১ আগস্ট) বিকাল চারটায় নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবীতে মহানগর আওতাধীন থানা ওয়ার্ডসমূহ যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে।
যুবলীগ নেতা প্রফেসর নুরুন্নবী পারভেজ এর সভাপতিত্বে ও মো: নজরুল ইসলাম ভূইয়া এর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আলম, জাকের আহমেদ খোকন, বন্দর কর্মচারী সমিতি সিবিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, রঞ্জিত শীল, মো: লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহম্মেদ, ইসকান্দর আলম, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, জাহেদ হোসেন খোকন, হোসেন মনির টিটু, মো: রাসেল, মো: শরীফ, ইব্রাহীম খলিল লিটন, বাবর উদ্দিন সাগর, মো: দিদার, ফরহাদ আব্দুল্লাহ, মো: সাজ্জাদ আলী, সাজিবুল ইসলাম সজীব, জুবায়ের হোসেন অভি, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মো: এমরান, মো: ইসমাইল, সায়েম, খোকন, নিজাম উদ্দীন লিটন, মো: টিটু, জাহাঙ্গীর, স্বপন, সুজন, শরীফ, রাহাত, আরাফাত, জুম্মান, ইউসুফ, রাব্বি, প্রান্ত, রিয়াজ, পারভেজ, সাইফুল প্রমুখ।
বাংলাধারা/এপএস/এমআর