ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

কাপ্তাইয়ে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর হালিশহর এলাকা থেকে কাপ্তাইয়ে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মামা-ভাগ্নের করুন মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তারা নদীর পানিতে তলিয়ে যায়। নিহতরা হলেন হামেদ হাসান আদর (৩০) এবং আনোয়ারুল আরেফিন অনু (১৯)।

এদের মধ্যে রাতে ভাগ্নে অনুর লাশ উদ্ধার করা সম্ভব হলেও মামা হামেদ-এর লাশের সন্ধান পাওয়া যায়নি। তবে কাপ্তাই নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে চট্টগ্রামের হালিশহর থেকে একটি পরিবারের ১৮ জন সদস্য কাপ্তাইয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে এদের কয়েকজন পুরুষ সদস্য শীলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার চেষ্ঠার সময় সাঁতার না জানায় মামা হামেদ ও ভাগ্নে অনু পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার দিকে ডুবুরিরা ভাগ্নে অনুর লাশ উদ্ধার করতে সক্ষম হলেও রাত ৯টা পর্যন্ত মামা হামেদের কোন সন্ধান পায়নি ডুবুরিরা। তবে ডুবুরিরা উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ