বাংলাধারা ডেস্ক »
রাঙামাটির জেলার কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম অভিষেক (২৮)। তিনি ফেনীর মাস্টারপাড়া এলাকার সুধাংশ পালের ছেলে।
কাপ্তাইয়ের জীপতলী এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন অভিষেক। ছয় বন্ধু মিলে কাপ্তাই ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যে কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার পথে হঠাৎ আক্রমণ চালায় বুনো হাতি। এতে গুরুতর আহত হন অভিষেক। পরে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে অভিষেককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিষেককে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা মহসিন তালুকদার জানান, একই এলাকায় গত ৭ মার্চ হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়। আজকে আবার এই ঘটনা ঘটলো। এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাংলাধারা/এফএস/এআই