রাঙামাটি প্রতিনিধি : আসন্ন ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য আঘাত থেকে রক্ষা ও ক্ষয়ক্ষতি কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (১৩ মে) দুপুরে এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সকলকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।
জরুরী বিজ্ঞপ্তিটিতে অতিপ্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যেই রাঙামাটি জেলা শহরে ২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
এদিকে, দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনের জন্য কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খুলেছে জেলা প্রশাসন।