ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কর্ণফুলী নদীর পূর্ব কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে পড়ে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তজু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ৩ ভাই ১ বোন।

প্রত্যক্ষদর্শী মনসুর আলম বলেন, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থী চাপা পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেরি পারাপারকারীদেরও অভিযোগ নদীর জোয়ার ভাটার সময় বেইলি ব্রিজটি অস্বাভাবিকভাবে ঢালু হয়ে যায়। এতে যানবাহন ওঠা-নামা সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ