বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর প্রস্তাবিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুর কাজ দৃশ্যমান করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ছাত্র জমায়েত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়।
এতে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর কাজ দৃশ্যমান করার ঘোষণায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্র নেতৃবৃন্দ প্রতিশ্রুত সেতু বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, কর্ণফুলী নদীর ওপর এ সেতু নির্মিত হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণ হবে। একই সাথে নিরসন হবে ভোগান্তির। খুলে যাবে দেশের আরেকটি অর্থনৈতিক সোনালী দ্বার। চাপ কমবে নগরীর ওপর, বিস্তৃত হবে শিল্পায়ন।
বাংলাধারা/এফএস/এএ