ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

‘‌কাস্টমস্ ও বন্ডের সমস্যা সমাধানে বাণিজ্যিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই’

বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেছেন, ‘কাস্টমস্ ও বন্ডের বিধি-বিধান সম্পর্কে বাণিজ্যিক কর্মকর্তাগণ সঠিকভাবে অবহিত না হওয়ার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতাসহ প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হচ্ছে। এক্ষেত্রে কাস্টমস্ ও বন্ডের বিধি-বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই।’

রোববার (১৮ জুন) বিকেলে চট্টগ্রামস্থ পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম বিজিএমইএ ভবনে বিজিএমইএ নেতৃবৃন্দের মত-বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে সংকটময় পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও পোশাক শিল্প মালিকগণ রপ্তানির লক্ষ্যেমাত্রা অর্জনে প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

বাণিজ্যিক কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের সকল কর্মকান্ডের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ‘সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমস্যাসমূহ সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। কাস্টমস্ ও বন্ড সংশ্লিষ্ট সমস্যাদি চিহ্নিতকরণপূর্বক তা দ্রুত সমাধানের লক্ষ্যে বিজিএমইএ’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজিএমইএ’র কাস্টমস্ বন্ড বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও প্রাক্তন পরিচালক ও বিজিএমইএর কাস্টমস্ (সী) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক, বিজিএমইএর উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক বাণিজ্যিক কর্মকর্তাগণ।

আরও পড়ুন