ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলাধারা ডেস্ক »

আজ নায়ক রাজ রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে অসংখ্য   ভক্তদর্শকদের কাঁদিয়ে চিরবিদায় নেন এ কিংবদন্তি অভিনেতা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬.১৩ মিনিটে মৃত্যুবরণ করেন। 

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে নেমে এসেছিল শোকের ছায়া । ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গার কারণে সপরিবারে ঢাকায় চলে আসেন তিনি। সে সময় তার অভিনয় জীবনে সবচেয়ে বড় সুযোগটি দেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। 

নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। নায়ক হিসেব তার প্রথম চলচ্চিত্র হচ্ছে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা ’। সেই থেকে তিনি ৩ শতাধিক চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। প্রযোজনা ও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। তিনি সাতবার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার, চলচ্চিত্রের জন্য আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। ব্যক্তিজীবনে রাজলক্ষ্মীর সঙ্গে সুখের দাম্পত্যে রাজ্জাক ছিলেন তিন ছেলে ও দুই কন্যার জনক। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রয়েছে স্মরণ সভার কর্মসূচিও। নায়করাজের পরিবারের পক্ষ থেকেও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন