চট্টগ্রামে ছয়টি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ জনকে আটক করেছে র্যাব। বুধবার (২৭ মার্চ) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়েছে র্যাব।
চট্টগ্রাম নগরে এখন সক্রিয় রয়েছে অন্তত ২০০ কিশোর গ্যাং। একেকটি দলে রয়েছে ৫ থেকে ১৫ জন সদস্য। নগরজুড়ে এদের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। নগর পুলিশের ১৬টি থানা থেকে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, নগরজুড়ে কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ ৬৪ ‘বড় ভাই’। নগরের গুরুত্বপূর্ণ ৪৫টি এলাকা নিয়ন্ত্রণ করেন তাঁরা।