ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

কুতুবদিয়ায় সাবেক চেয়ারম্যানসহ দু’জনকে গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার 

received

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। এসময় একটি পিস্তল, দুটি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মো. কায়সার (৪৮)।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকায় সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাত ৪টার দিকে বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুটি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, একটি চাপাতি, দুটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, ৬টি দা, তিনটি সাবল, তিনটি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প জব্দ করা হয়। এসময় সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলাহ ও তার প্রধান সহযোগী কায়সারকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন